ব্যক্তিগত উদ্যোগে দক্ষিণ করিমগঞ্জের বন্যায় ক্ষ‌তিগ্রস্তদের ত্রান দিলেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর  

Spread the love

আব্দুর রহমান, নিলামবাজার : দক্ষিণ করিমগঞ্জের বন্যায় ক্ষ‌তিগ্রস্তদের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রসিদ চৌধুরী, ব্যক্তিগত তহবিল থেকে দিলেন ত্রানসামগ্রী। 

নৌকা যোগে নিলামবাজার সার্কেলের বিনোদিনী ও ফতেপুর জিপির গোলছড়া বাজার, ফতেপুর বাজার, খাঘাইল, সাগ্রপার অঞ্চলের ভয়াবহ বন্যাপরিস্তিতি পরিদর্শন করে তিনি ত্রান বণ্টন করেন।

প্রায় এক সপ্তাহ ধরে এলাকার সিংহবাগ গ্রাম বন্যার কবলে, অনেকের ঘরবাড়ি, ফিশারি ক্ষেতের জমি এখনও জলের নীচে। কিছু সংখ্যক মানুষ আশ্রয় শিবিরে আশ্রয় গ্রহণ করেছন।

অনেকেই ঘরের পাশে মাচাং তৈরি করে যুকি নিয়ে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে যানমাল রক্ষার চেষ্টা করছেন।

এ অবস্থায় আজ এসব গ্রামাঞ্চলে নৌকায় যোগে পরিদর্শন করে ব্যক্তিগতভাবে ত্রাণ বণ্টন করেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর।

এদিন ত্রাণ বণ্টনের পর ফতেপুর এবং বিনোদিনী জিপির মধ্যেভর্তী উত্তর আসনআলা গ্রাম পরিদর্শন করেন।

সেখানে কচুরিপনার জন্য কয়েক হাজার পরিবার ভোগান্তির মধ্যে পড়েছেন। এছাড়া বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতিতে জল নিষ্কাশনের সুব্যবস্থা হচ্ছেনা।

বন্যায় রাস্তা ঘাট জলের নিচে থাকায় যাতায়াতের একমাত্র ব্যবস্থা নৌকা। কিন্তু কচুরিপানার জন্য হাজার হাজার জনগনকে বাড়ি-ঘর ছাড়তে হয়েছে।

কারণ কচুরিপানার উপর দিয়ে নৌকা চলাফেরা করতে পারছে না। এসব সমস্যা অতিসত্তর সমাধানের জন্য করিমগঞ্জ জেলা শাসক এবং নিলামবাজার সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য যে প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আমিনুর রসিদ চৌধুরী রাজ্যর প্রাক্তন মন্ত্রী আব্দুল মোক্তাদির চৌধুরীর তনয়। এদিন তাঁর সঙ্গে ছিলেন আমিনুর ভাই কিব্রিয়া চৌধুরী, আব্দুল মতিন, আতাউর রহমান, হাসিম উদ্দিন, সাকির আহমেদ, সাহিদুল হক, জসিম আহমেদ তালুকদার, বাপন নমসুদ্র, গৌরব পাল প্রমুখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token