গুয়াহাটি প্রতিনিধি : ফের বিতর্কে জড়ালেন প্রদেশ যুব কংগ্রেস সাধারণ সম্পাদক শামীম সরকার।
আসাম প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শামীম সরকারের বিরুদ্ধে এক তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে।
এই অভিযোগের ভিত্তিতে শামীমকে দল থেকে বহিষ্কার করেছে পিপিসিসি। একই সঙ্গে যুব কংগ্রেসের এই অভিযুক্ত নেতাকে সমস্ত দলীয় কর্মকাণ্ড থেকে বরখাস্ত করা হয়েছে।
দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার দায়ে আসাম প্রদেশ যুব কংগ্রেস কমিটি সোমবার বহিস্কারের একটি নোটিশ জারি করেছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত দলীয় পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়েছে আসাম প্রদেশ যুব কংগ্রেস কমিটি এই নেতাকে।
দল ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য যে, প্রেমের ছলনা করে যুবতীকে অপহরনের চেষ্টা করেছিল বলে সামিম সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন পরিবারের লোকজন।
এরপর ভাঙ্গাগড় পুলিশ রবিবার রাতে চাপড় থেকে সামিম সহ যুবতীকে উদ্ধার করে। পুলিশ সুত্রে জানাগেছে সামিম প্রেমের সম্পর্ক গড়ে যুবতীকে নিয়ে পালিয়েছে।
শুধু তাই নয়, রাজনৈতিক নেতার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগও রয়েছে সামিমের বিরুদ্ধে।
এরমধ্যে চাকরী দেওয়ার নাম করেও বহু বেকারের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে সামিম।
এর আগে টাকা নিয়ে প্রকাশ্য স্থানে মহিলাদের রোষে পরেছিল সামিম, ভাইরাল হয়েছিল বেশ কয়েকটি ভিডিও। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।