হাইলাকান্দি, ১৪ জানুয়ারি : পূর্বকিত্তারবন্দ রাজ্যশ্বপুর জিপির ১০ নম্বর গ্ৰুপের সদস্যার প্রতিনিধি ননিগোপাল শর্মা সাংবাদিক সম্মেলন করে পিএমএওয়াই ঘরের নামে তাঁর বিরুদ্ধে উত্থাপিত উৎকোচ নেওয়ার অভিযোগ খন্ডন করেছেন।
তিনি বলেছেন, পূর্বকিত্তারবন্দ-রাজ্যশ্বপুর গাঁওপঞ্চায়েতের ১০ নম্বর গ্ৰুপের মহরম আলী নামের এক ব্যাক্তি কিছু দিন পূর্বে পিএমএওয়াইর ঘর লাভের উদ্দেশ্যে আচমকা বলপূর্বক আট হাজার টাকা তাঁর পকেটে ঢুকিয়ে দিয়ে চলে যায়।
তিনি মহরম আলীকে টাকাগুলো ফেরত নিতে বারবার বললেও সে নিতে রাজি হয়নি।
পরে বিষয়টি তিনি পূর্বকিত্তারবন্দ-রাজ্যশ্বপুর জিপির সভাপতি মঈনুদ্দিন বড়ভূইয়ার নজরে আনেন, মঈনুদ্দিন মহরমকে ফোনে ননিবাবুর কাছ থেকে টাকা ফেরত নেওয়ার জন্য বলেন।
সভাপতির কথায় তিনি ননিগোপাল শর্মার বাড়িতে গেলে বেশ কয়েকজনকে সাক্ষী হিসেবে সামনে রেখে মহরম আলীর হাতে টাকাগুলো ফেরত দেওয়া হয়।
এদিকে পূর্বকিত্তারবন্দ-রাজ্যশ্বপুর জিপির সভাপতি মঈনুদ্দিন বড়ভূইয়া এবিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পিএমএওয়াই ঘরের নামে উৎকোচ নেওয়ার যে খবর চাউর হয়েছিল সেই টাকা ওই ব্যক্তি ফেরত নিয়েছে।
বলপূর্বক গ্ৰুপ সদস্যার প্রতিনিধিকে এই টাকাগুলো দেওয়া হয়েছিল। কিন্তু পরে মহরম নামের ওই ব্যাক্তি টাকাগুলো ফেরত নিয়েছে এবং পিএমএওয়াইর সুবিধা লাভ করতে কাউকে কোন ধরনের উৎকোচ না দিতে কড়া ভাষায় জানিয়ে দেন জিপি সভাপতি মঈনুদ্দিন।