নিউজ ডেক্স, গণআওয়াজ : স্নাতকস্তরে ভর্তির দাবিতে ওমেন্স কলেজ ও কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
তারা জানায়, এসব কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলেও স্নাতকস্তরে তাদের ভর্তির সুযোগ দেওয়া হয়নি।
তাছাড়া তারা অন্য কলেজেও ভর্তির সুযোগ পায়নি, ফলে তাদের ভবিষ্যত বিপন্ন হওয়ার পথে।
যেকোন ভাবে যাতে তাদের ভর্তির সুযোগ দেওয়া হয় সেই দাবিতে তারা অনড়। তাদের অনমনীয় মনোভাবের ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট বিক্ষোভ স্থলে উপস্থিত হন।
ম্যাজিস্ট্রেট প্রথমে তাদেরকে কিছু করার নেই বলায় ছাত্র ছাত্রীরা প্রবল বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভের সময় উপস্থিত ছিলেন এআইডিএসও’র জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, আপন লাল দাস, বাবলি দাস, বিপ্লব ঘোষ, তুতন দাস, স্বপন চৌধুরী ,শেফালি দাস সহ অন্যান্যরা।
এআইডিএসও’র নেতৃবৃন্দ ছাত্র ছাত্রীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ম্যাজিস্ট্রেটকে ছাত্র ছাত্রীদের ভর্তির জন্য চাপ সৃষ্টি করেন।
আগামী দু’দিনের মধ্যে জেলা প্রশাসনকে এই সমস্যা সমাধানের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন।