মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : মার্গেরিটার মাকুমকিল্লার পাবইমুখ নগাঁও ত্রান শিবিরে চিকিৎসার অভাবে এক বন্যার্তের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
জানাগেছে নিহত ব্যক্তির নাম বিকি কিষাণ (৪৬)। উল্লেখ্য মার্গেরিটার বিভিন্ন অঞ্চল এখনো কৃত্ৰিম বন্যার কবলে।
কিছুদিনের প্রবল বর্ষণে বুড়িদিহিং নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রভাহিত হয়ে মার্গেরিটা মহকুমার বিস্তীৰ্ণ অঞ্চল প্লাবিত করেছে।
মহকুমার মাকুমকিল্লা আলোয়ারি গ্রাম, মার্গেরিটা বাজার, লিডু মুলাং ইত্যাদি অঞ্চলে বন্যায় ভয়াবহ রূপ নিয়েছে। ব্যহত হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা।
বিপদজনক হয়ে পড়েছে মার্গেরিটা মহকুমার মাকুমকিল্লা অঞ্চল। বহু বছর আগে বন্যায় আক্রান্ত হওয়া এই গ্রাম এবার আবারও বন্যায় ভয়ংকর রূপ নিয়েছে।
অন্যান্য বন্যা কবলিত এলাকায় প্রশাসনিক এবং চিকিৎসা কর্মীরা গিয়ে পৌছলেও এই মুহূৰ্ত্ত পর্যন্ত বন্যায় প্লাবিত মাকুমকিল্লার কোথাও পৌছার খবর নেই।
একাংশ মানুষের বাড়ী-ঘর এখনো জলের নীচে, কিন্তু কে মার্গেরিটা বিধানসভার মাকুমকিল্লার মানুষের দুঃখ দুৰ্দশার খবর নেবে। তাদের এই দুঃখ দুর্দশার খবর নেওয়ার সময় হবে কি সরকারী লোকদের? এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনতা।