নিউজ ডেক্স, গণআওয়াজ : ধলাই বিধানসভার উপনির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে টিকিট প্রত্যাশিদের দৌড়ঝাঁপও প্রচন্ডভাবে বেড়ে চলেছে।
বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক দল কংগ্রেস এবং বিজেপির মনোনয়ন আদায় করে নিতে প্রায় ডজন খানেক প্রার্থী প্রত্যাশী মাঠে রয়েছেন।
এ ক্ষেত্রে পিছিয়ে নেই বিজেপির মনোনয়ন প্রত্যাশী সঞ্জন কুমার পুরকায়স্থ। কর্মজীবনে সঞ্জন পাঁচগ্রাম পেপার মিলের কর্মী ছিলেন।
রবিবার তিনি মধ্য ধলাইর রুকনি জিপির নন্দগ্রামে নিজের সমর্থনে প্রাচার চালান।
এদিন সঞ্জন পুরকায়স্থকে বিজেপির টিকিট দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন গৌরাঙ্গ রায়, মিন্টু রায়, স্বপন দাস, অর্চনা রায়, রঞ্জিত রায়।
কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি কি অমিয় কান্তি দাস বা নীহার রঞ্জন দাসের মত দীর্ঘ দিন ধরে বিজেপি সংগঠন করে আসা প্রাত্যাশিদের বঞ্চিত করে সঞ্জন পুরকায়স্থের মত নবাগতকে মনোনয়ন দেবে?
পাঁচগ্রাম পেপার মিল বন্ধ হওয়ার ক্ষেত্রে যে আমলারাও সমানভাবে দায়ী তা সবাই জানেন। এই দায় বিজেপির এই প্রার্থী প্রত্যাশী সঞ্জন পুরকায়স্থও কোনভাবে এড়াতে পারবেন না।
এরপরও বিজেপি তাকে মনোনয়ন দেবে কি না সেটা তার দলের অভ্যান্তরিন বিষয়।
এদিকে যার শূন্য আসন নিয়ে এত দৌড়ঝাঁপ, সেই শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য কিছুদিন আগেই ধলাইয়ে এক সভায় আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন এই আসন তার পরিবারের জন্য চাই। এখন দেখার বিষয়, বিজেপির মনোনয়নের সিকে শেষ পর্যন্ত কার ভাগ্যে ছিড়ে।