পথ অবরোধ করে ন্যায় চাইলেন নির্যাতিত সাংবাদিকরা
অমৃত পাল, কাঞ্চনপুর : সংবাদ সংগ্রহ করতে গিয়ে ধর্মনগর থানার আনন্দবাজার এলাকায় আক্রান্ত হলেন সাংবাদিক।
ঘটনাটি ঘটে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ।
জানাযায় ধর্মনগর আনন্দবাজার এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে ছাত্ররা।
এই খবর পেয়ে সেখানে ছুটে যান ধর্মনগরের বেশ কয়েকজন সাংবাদিক, এদের মধ্যে ছিলেন অরিত্র সেনও।
তাঁর বাড়ি হাফলং পুলিশ রিজার্ভ সংলগ্ন এলাকায়।
পেশাগত দায়িত্ব পালন করতে তিনি মোবাইল দিয়ে ছবি তোলার সময় কান্তি গোপাল দেবনাথ এবং দেবাশীষ নাথ নামের দুই ব্যক্তি বলপূর্বক তাঁর মোবাইল ছিনিয়ে নিয়ে যায় এবং সব ভিডিও ডিলিট করে দেয়।
এমনকি ছাত্রদের সড়ক অবরোধের ছবি তোলায় সাংবাদিক অরিত্র সেনকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়।
পড়ে তিনি এবং অন্যান্য সাংবাদিকরাও সেখান থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসেন।
এই দুষ্কৃতীদের দ্বারা সড়ক অবরোধকারী ছাত্রছাত্রীরা আক্রান্ত উত্তর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাংবাদিকরা হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে ও দলবল নিয়ে এসে দুষ্কৃতকারীরা সাংবাদিকদের হুমকি দেয়। সংবাদ সংগ্রহ না করে সাংবাদিকরা হাসপাতাল থেকে প্রাণভয়ে ফিরে আসে এবং ধর্মনগর থানার সামনে এসে পথ অবরোধ করে উপযুক্ত তদন্তের মাধ্যমে ন্যায় দাবী করেন।