অমৃত পাল, কাঞ্চনপুর : সড়ক সংস্কারের দাবিতে আজ আবারও কাঞ্চনপুরে পথ অবরোধ করলেন বিক্ষুব্ধ জনতা।
কাঞ্চনপুর মহকুমার দশদা-আনন্দবাজার সড়কের গছিরামপাড়া এলাকায় এই অবরোধ করা হয়।
তাদের অভিযোগ, দশদা-আনন্দবাজার সড়কের প্রায় ১৩ কিলোমিটার অংশে দীর্ঘ পাঁচ বছরের মধ্যে সংস্কার কাজে হাত লাগায়নি পূর্ত দপ্তর।
এনিয়ে নিয়ে পূর্ত দপ্তরকে বেশ কয়েকবার অভিযোগ করা হয়।
২০২৩ সালে পূর্ত দপ্তর সড়ক সংস্কারের আশ্বাস দিলেও কোন এক অজ্ঞাত কারণে কাজে হাত লাগায়নি।
এলাকাবাসীরা জানিয়েছেন, গছিরামপাড়া, আনন্দবাজার এলাকায় প্রায় ৫০ হাজার লোকের বসবাস। তাদের যোগাযোগ মাধ্যমই হলো এই সড়ক।
কিন্তু সংস্কার না করায় প্রতিনিয়ত যাত্রীদের দুর্ঘটনায় পড়তে হচ্ছে।
বর্ষার মরশুমে ছাত্রছাত্রীরাও এই রাস্তা দিয়ে স্কুল-কলেজে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে।
এছাড়া চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারছেন শিশু থেকে বৃদ্ধরা, সমস্যায় পড়ছেন এলাকার প্রসূতি মহিলারাও।
তাই আজ সকাল পাঁচটা থেকে দশদা-আনন্দবাজার সড়কের গছিরামপাড়া এলাকায় সড়ক অবরোধ করলেন এলাকাবাসী।
কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধের ফলে সড়কের দু’পাশের যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।
খবর পেয়ে অবরোধ স্থলে পৌঁছান কাঞ্চনপুর মহকুমার ডিসিএম ও দশদা আর ডি ব্লকের ভিডিও।
অবরোধকারিদের সাথে ডিসিএম-এর দীর্ঘ আলোচনা হওয়ার পরও অবরোধ প্রত্যাহার করতে নারাজ এলাকাবাসী। অবরোধকারীদের দাবী উত্তর ত্রিপুরা জেলার ডিএম-কে আসতে হবে অবরোধস্থলে, তা না হলে সড়ক তারা অবরোধ প্রত্যাহার করবেন।