আগরতলা, 2১ অক্টোবর : বিধানসভা নির্বাচনকে টার্গেটে রেখে ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএম-এর মেগা সমাবেশ রাজ্যের শাসক দলকে টেক্কা দিয়ে প্রচারাভিযানে প্রথম স্থানে উঠে এসেছে।
বিজেপি ত্রিপুরার আগরতলা বিবেকানন্দ ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাবেশ আয়োজনের ছয় দিন আগে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম-এর মেঘা সমাবেশ আয়োজন করে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
বৃহস্পতিবার দলের মেঘা সম্মেলনে সিপিআইএম-এর সিনিয়র নেতা, তৎকালীন বামফ্রন্ট সরকারের মন্ত্রী পবিত্র কর এই সমাবেশে সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণের সাক্ষী হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি জানান, রাজ্যের কিছু অংশের লোকেরা যারা সমাবেশে যোগ দেওয়ার জন্য আসতে চেয়েছেন, তাদেরকে মেগা সমাবেশে অংশগ্রহণের জন্য আগরতলায় না আসার জন্য বাধা দেওয়া হচ্ছে।
এর আগে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, জনসভার মূল উদ্দেশ্য হল বিজেপির লোকেদের বোকা বানানোর কৌশল এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে এর ব্যর্থতা সম্পর্কে জনগণকে সচেতন করা।
সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি বিরোধী নেতা মানিক সরকার এবং অন্যান্য দলের নেতাদের সাথে বৃহস্পতিবার মেগা সমাবেশে ভাষণ দেন।