মিঠুন বড়ুয়া, মার্গেরিটা : বন্যা আক্রান্তদের খোঁজখবর নিতে টেকরিতে দলবল নিয়ে উপস্থিত হয়েছিলেন মার্গেরিটার বিধায়ক ভাস্কর শৰ্মা।
নিজেদের বাড়ীঘর ছেড়ে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন শিবিরে।
সরকার এবং প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত সাহায্য না পাওয়ায় ভুক্তভোগীরদের মধ্যে এক হাহাকার পরিস্থিতি বিরাজ করছিল।
এরমধ্যে বিধায়ক ভাস্কর শৰ্মা নিজের সমষ্টির বন্যা আক্রন্তদের খোঁজখবর নিতে অনেক দেরিতে উপস্থিত হয়েছেন।
স্বাভাবিক কারনে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এরমধ্যে বিধায়ককে সামনে পেয়ে ভুক্তভোগীদের মধ্য থেকে কয়েকজন প্রচন্ড গরম এবং মশার কামড় থেকে রেহাই পেতে তার কাছে মশারি দাবী করেন।
কিন্তু একথা শোনেই বিধায়ক ক্ষুব্ধ হয়ে উঠেন এবং বলেন আমরা কংগ্রেসের মত মশারি-কম্বলের রাজনীতি করিনা।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি, এক বন্যা আক্রান্ত ব্যক্তির হাত ফেটে যায়।
আজ তার প্রতিবাদে সদৌ মরান ছাত্ৰ সংস্থা বিধায়ক ভাস্কৰ শৰ্মার মার্গেরিটার বাসভবন ঘেরাও করে।
ছাত্ৰ সংস্থার সাধারণ সম্পাদক জয়কান্ত মরানের নেতৃত্বে কয়েক শত ছাত্র বিধায়কের বাসভবন ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেন।
কয়লা চোর ভাস্কৰ শৰ্মা মুৰ্দাবাদ, ভাস্কৰ শৰ্মা কয়লা চুরির রাজনীতি বন্ধ কর, ভাস্কর শৰ্মা মুৰ্দাবাদ স্লোগানে আকাশ-বাতাস কাঁপিয়ে তুলে ঘেরাও কারীরা। বিস্তারিত শুনুন সদৌ মরান ছাত্ৰ সংস্থার কেন্দ্ৰীয় সমিতির সাধারণ সম্পাদকের বক্তব্য থেকে।