একাডেমী সাহিত্য পুরস্কারে সম্মানিত সুতপা চক্রবর্তীকে বিডিএফ-এর সংবর্ধনা

Spread the love

গণআওয়াজ প্রতিনিধি : একাডেমী সাহিত্য পুরস্কারে সম্মানিত কবি সুতপা চক্রবর্তীকে সংবর্ধনা জানাল বিডিএফ।

দেরাজে হলুদ ফুল, গতজন্ম এই কাব্যগ্রন্থের জন্য মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমী যুব পুরস্কার পেয়েছেন বরাকের তরুণী সুতপা চক্রবর্তী।

এই কৃতিত্বের জন্য তাঁর বাড়িতে গিয়ে সম্মাননা জানালেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিনিধিদল।

এদিন সম্মাননা সূচক একটি মানপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয় বিডিএফ এর পক্ষ থেকে।‌

মানপত্রে কবিকে উদ্দেশ্য করে বলা হয়, যদিও কবির কোনো নির্দিষ্ট দেশ নেই তবু বরাক উপত্যকায় গড়ে উঠেছে তার মনন, তাই অবহেলিত এই উপত্যকার স্বীকৃতি বলে বিডিএফ মনে করে।

কবিকে অভিনন্দন জানিয়ে তাঁরা বলেন, তাঁদের প্রত্যয় আগামীতে তাঁর কলম তীক্ষ্ণ থেকে আরো তীক্ষ্ণতর হবে।

অন্ধ সময়ে চক্ষুষ্মান হয়ে থাকবে তাঁর তরুণ কবি প্রতিভা, চারপাশের স্থবিরতা চূর্ণ করে কলরব করবে তার সৎসাহসী লেখনী।

মানপত্র গ্রহন করে কবি সুতপা বিডিএফ প্রতিনিধি দলকে কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, এই সম্মাননা পেয়ে তার ভালো লাগছে তবে একসাথে লজ্জাও লাগছে।

কারণ তিনি মনে করেন যে এমন উল্লেখযোগ্য কিছুই তিনি করেননি যারজন্য এতটা সম্মান তার প্রাপ্য। বিডিএফ-এর প্রতিনিধি দলে ছিলেন মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় সহ জয়দীপ ভট্টাচার্য, হৃষীকেশ দে, দেবায়ন দেব, হারাধন দত্ত, অপর্ণা দেব প্রমূখ।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token