গণআওয়াজ প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবছরও লক্ষীপুর বিধানসভার ফুলেরতলের ঐতিহ্যবাহী হজরত পীর লঙ্গরশাহ মোকামে বাৎসরিক উরুশ মোবারকের আয়োজন করা হয়েছে.
আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উরুশ।
থাকবে কিরাতে, গজল ও প্রবন্ধপাঠ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সহ ওয়াজ মহফিল ও মিলাদ।
ওয়াজ মহফিলে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগপুরী সাহেবজাদা সাবির হুসেন চৌধুরী ও ডুংরিপারের সাহেবজাদা জুবাইর আহমেদ খান।
এই উরুশ মোবারককে কেন্দ্র করে সমগ্ৰ রাজ্যের সঙ্গে পার্শ্ববর্তী রাজ্য মনিপুর থেকেও ধর্মপ্রাণ ভক্তদের সমাগম ঘটবে বলে মোকাম ও মসজিদ কমিটির সভাপতি আলিম উদ্দিন মজুমদার জানিয়েছেন।
তিনি জাতি-বর্ণ-ধর্ম- নির্বিশেষে সকল স্তরের জনগণকে উপস্থিত থেকে প্রতি বছরের মতো এবারও মোকামের পবিত্র বাৎসরিক উরুশ মোবারক সফল করে তোলার অনুরোধ জানান।