হাইলাকান্দি, ৭ ফেব্রুয়ারি : রাজ্যে ফের মরেল পুলিশের ঘটনায় চাঞ্চল্য। এবার হাইলাকান্দি জেলার লালা কৃষ্ণপুরে সংঘটিত হয়েছে এই জঘন্যতম ঘটনা।
চুরি করার অভিযোগে এক যুবককে গাছের সঙ্গে বেধে অমানবিক নির্যাতন চালানো হয়েছে।
প্রহারের বলি হওয়া যুবককে চুল কেটে, শেষ পর্যন্ত যুবকটির উপর পস্রাব করে নির্যাতন চালায় মরেল পুলিশের ভূমিকায় থাকা নজমুল হোসেন লস্কর।
শাস্তির সকল দৃশ্য মোবাইল ফোনে বন্দি করে সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়।
কৃষ্ণপুরের নজমূল হোসেন লস্করের করা এই অমানবিক অত্যাচারের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অত্যাচারি নজমুল হোসেনকে কঠোর শাস্তি প্ৰদানের দাবি তুলে বিভিন্ন দল সংগঠনে।
এনিয়ে লালা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
এই নিৰ্মম প্ৰহারের বলি হওয়া যুবকটি বৰ্তমানে সন্ধানহীন বলে জানা গেছে।
এদিকে এই ঘটনায় অভিযুক্ত নজমুল হোসেনকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান রাইজর দলের জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর, এজেওয়াইসিপির হাইলাকান্দি জেলা সমিতির সাধারণ সম্পাদক রবিজুল আলম লস্কর।