মোস্তফা আহমদ মজুমদার, হাইলাকান্দি : অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর হাইলাকান্দি জেলা সম্মিলনীর ৪৩ তম দ্বি-বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার শহরের ৫১৯ নং দয়াময়ী পাঠশালায় অনুষ্ঠিত হয়।
সভায় হাইলাকান্দি সর্বসম্মতিক্রমে ফের জিবীতেশ দাসকে সভাপতি ও সৈয়দ আহমদ লস্করকে সাধারণ সম্পাদক মনোনীত করে জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর কমিটি পুনর্গঠন করা হয়েছে।
পরে সাংবাদিক সম্মেলন করে জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সৈদ আহমেদ লস্কর সপ্তম বারের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সবাইকে অভিনন্দন জানান।
তিনি জানান, ২৪, ২৫ ও ২৬ জুলাই আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর ৪৪ তম দ্বি-বার্ষিক অধিবেশন ও ৭৫ তম বর্ষ পূর্তির মহা রজত জয়ন্তী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে হাইলাকান্দিতে।
এই সেমিনারকে সফল করে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সম্মিলনীর নবগঠিত কমিটির সভাপতি জীবিতেশ দাস তৃতীয় বারের মত সভাপতির আসনে মনোনিত হওয়ায় শিক্ষক শিক্ষিকাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি, আগামী যাহাতে সবাইকে নিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে দায়িত্বভার চালিয়ে যেতে পারেন এই আশা ব্যক্ত করেন।
তাছাড়া আগামী সম্মেলনকে সুন্দর ও সুষ্ট ভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এদিন আব্দুল মুমিন মজুমদার ও হারান নাথকে সহ সভাপতি, নিশীথ দাস ও বাহারুল আলম চৌধুরীকে সহ সম্পাদক মনোনীত করে ১৮ সদস্য বিশিষ্ট হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনী গঠন করা হয়।