হাইলাকান্দি, ৪ জানুয়ারি : রবিবার জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মেহবুব আহমদ লস্করের নেতৃত্বে বিভিন্ন কার্য সূচির মাধ্যেমে দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।
এদিন তৃণমূল কংগ্রেসের হাইলাকান্দি জেলা কার্যালয়ে সকাল এগারোটায় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
জেলা সভাপতি সফিক কামাল বড়লস্করের সভাপতিত্বে আয়োজিত সভায় সবাইকে নিষ্টা ও সততার সাথে কাজ করার নির্দেশ দেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মেহবুব আহমদ লস্কর।
এদিন অসহায় দরিদ্র পরিবারের কিছু সদস্যদের হাতে শীতের কম্বল তুলে দেন দলের কর্মকর্তারা। তাছাড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাইলাকান্দি শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণও করা হয়েছে।
হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতাল, সৎসঙ্গ, পুরানবাজার মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সহ জাতীয় সড়কের পাশে গাছের চারা রোপণ করেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মেহবুব আহমদ বলেন, এই দল মা মাটি মানুষের দল, এই দল জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে।
তাই তিনি ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন করতে গিয়ে মন্দির, মসজিদ, গির্জা সহ সকল স্থানে বৃক্ষরোপণ করে সমাজকে ধর্ম নিরপেক্ষ রাজনীতি করার বার্তা দিয়েছেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহকু দাস, কার্তিক দেব, সাবির আহমেদ মজুমদার, মাহমুদুর রহমান, সহিদুল ইসলাম , ব্লক সভাপতি আলিম উদ্দিন বড়ভূইয়া,সহ-সভাপতি জাভেদ বড়ভূইয়া,মহিলা সভানেত্রী মঞ্জুরনি সিনহা প্রমুখ।
অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা তথা সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপধ্যায়, অসম প্রদেশ সভাপতি রিপুণ বরা, সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ যুব সভাপতি বন্দিপ দত্ত সহ সকল শীর্ষ নেতৃত্বকে প্রতিষ্ঠা দিবসের শভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান জেলা যুব তৃণমূলের সভাপতি মেহবুব আহমদ লস্কর।