বাংলাদেশে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পাঁচ জনের, আহত-২৫

Spread the love

আন্তর্জাতিক ডেক্স, গণআওয়াজ : রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশের বগুড়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

রোববার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বগুড়া সদর থানা‌র ভারপ্রাপ্ত ওসি সাইহান ও‌লীউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, অলোক সরকার, আতশী রাণী র‌ঞ্জিতা মোহন্ত, নরেশ মোহন্ত এবং অজ্ঞাত আরও এক মহিলা।

 সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে বিকেল ৫টায় শোভযাত্রা বের হয়, ১০ মিনিট পথ অতিক্রম করার পর আমতলা এলাকায় রথের চূড়া সড়কের উপর থাকা হাইভোল্টে‌জ বৈদ্যুতিক তারের সংস্প‌র্শে আসে।

এতে আগুন ধরে যায়। এ সময় রথের উপরে এবং নিচে বসে থাকা অন্তত ২৫ জন আহত হন।

পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডিকেল কলেজ হাসপাতা‌ল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ আধিকারিক সাইহান ও‌লীউল্লাহ জানিয়েছেন, রথযাত্রার সময় রথের চূড়া‌টি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে চারজন এবং মোহাম্মদ আলী হাসপাতা‌লে একজন মারা গেছেন।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token