অয়াহিদুর রহমান, গণআওয়াজ কলিয়াবর : ধনের ধনী নয়, মনের ধনী যারা দুঃসময়ে বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন এই ভালো মনের মানুষগুলোকেই সমাজের প্রয়োজন।
বন্যা আক্রান্তরা গত ১০ দিন ধরে কলিয়াবরের ক্যাম্পে ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।
তাদের এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন বেসরকারি সংস্থা আশ্রয় সেবা কেন্দ্র এবং আন্তঃরাষ্ট্রীয় মানব অধিকার সংস্থার কর্মীরা।
কলিয়াবরের জাখালাবন্ধার দেব সাতরা গ্রাম ও হাতিমুড়া ক্যাম্পে আশ্রয় নেওয়া শত শত বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।
আশ্রয় সেবা কেন্দ্রের স্বত্বাধিকারি এবং মানবাধিকার কমিশনের রাজ্য পরিচালক ববিতা রাও-এর তত্ত্বাবধানে পরিচালিত হয় এই বন্যা ত্রাণ বিতরণ।
মানবাধিকার কমিশনের জাতীয় পরিচালক বর্নালী শর্মা, আন্তর্জাতিক সভাপতি সমাজকর্মী প্রণতি মোহন্ত, অপরাজিতা শর্মা এবং মানবাধিকার কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।