ব্যুরো রিপোর্ট, গণআওয়াজ কালাইন : বৃহস্পতিবার রাতে ফের শিলচর-গৌহাটি জাতীয় সড়কের সোনাপুর টার্নালের আগে ধস নেমে প্রায় কয়েক ঘণ্টা যান চলাচল স্তব্ধ পড়ে।
ভারী বৃষ্টিপাতের ফলে হঠাৎ ধস নামায় ধসের মধ্যে আটকা পড়ে একটি ছয় চাকার গাড়ি।
এতে দু’পাশে শত শত গাড়ীর লাইন ধরে। যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। পড়ে জেসিবি দিয়ে শুরু হয় ধস সরানোর কাজ। কিন্তু ফলপ্রসূ হয়নি।
সেই সময় আবারও প্রবল বেগে ধস নামলে অন্য একটি ছয় চাকার গাড়িকে ঠেলে নিচে ফেলে দেয়।
এভাবে বার বার ধসের কারনে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা এবং মিজোরামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে।