নিউজ ডেক্স : অযোধ্যায় শ্রীরাম জন্ম ভূমিতে রাম মন্দির রক্ষা করতে ৪৯১বছর আগে ৭৬ বার সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে ৩ লক্ষ ৭৫ হাজারের বেশি রাম ভক্ত প্রাণ হারান।
এরপরও অনেকবার লড়াই হয়। এমনকি স্বাধীনতার পরেও আইনী লড়াই চলে।
অবশেষে মন্দির নির্মাণের পক্ষে আদালত রায় দিয়েছে।
বুধবার অযোধ্যা থেকে আসা অক্ষয় পাত্র বদরপুর স্টেশন থেকে শিলচর গোবিন্দ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
গোবিন্দ বাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্ত সম্পাদক স্বপন শুক্লবৈদ্য একথা জানান।
বদরপুর স্টেশন থেকে অক্ষয় পাত্র নিয়ে আসেন বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণ-পূর্বপ্রান্ত সভাপতি শান্তনু নায়েক, সম্পাদক স্বপন শুক্লবৈদ্য সহ অন্যান্যরা।
গত ৫ নভেম্বর অযোধ্যা থেকে এই অক্ষয় পাত্র নিয়ে রওয়ানা হন ভিএইচপি দক্ষিণ-পূর্বপ্রান্ত সহ-সভাপতি বিজিত দেব।
জানাগেছে, ত্রিপুরা উপপ্রান্তে ৬ নভেম্বর অক্ষয় পাত্র পৌঁছেছে।
বিমান বন্দর থেকে শোভাযাত্রা করে আগরতলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয় অক্ষয় পাত্র। অনুরূপ বুধবার মণিপুর উপ প্রান্তেও অক্ষয় পাত্র পৌঁছেছে।
অক্ষয় পাত্রে রয়েছে হলুদ, ঘৃত, মধু মিশ্রিত চাল।
অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে ভগবান শ্রীরাম চন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী বছরের ২২ জানুয়ারি। ওই সময় উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্তরা।