হাইলাকান্দি প্রতিনিধি : সরকারি হাসপাতালের ভিতরে বেসরকারি এম্বুলেন্স পার্কিং নিষেধ করায় বিক্ষোভ দেখাল এম্বুলেন্স ড্রাইভার এসোসিয়েশন।
হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতাল কেম্পাসের ভিতরে বেসরকারি এম্বুলেন্সদের পার্কিং করতে না দেওয়ায় বিক্ষোভ দেখাল এম্বুলেন্স ড্রাইভার এসোসিয়েশন।
এসোসিয়েশনের কর্মকর্তারা আজ এস কে সিভিল হাসপাতালের অধিক্ষক দেবব্রত দত্তের বিরুদ্ধে বিভিন্ন ধরনে স্লোগানে উত্তাল করে তুলেন।
পরে এসোসিয়েশনের সভাপতি সামসুল হক এবং সম্পাদক দিপক দে জানান, তারা দীর্ঘ পনেরো বছর ধরে হাসপাতাল কেম্পাসের ভিতরে রোগীদের আনা নেওয়ার জন্য ভিতরে পার্কিং করে আসছেন।
এরজন্য হাইলাকান্দির প্রাক্তন আয়ুক্ত আদিল খান এবং কৃতি জলি তাদেরকে মিটিংয়ের মাধ্যমে হাসপাতালের ভিতরে পার্কিং-এর মৌখিক অনুমতিও দিয়েছিলেন।
কিন্তু হাসপাতালে বর্তমান অধিক্ষক দেবব্রত দত্ত অন্যায়ভাবে তাদেরকে হাসপাতালের ভিতরে পার্কিং করতে দিচ্ছে না।
তারা পার্কিং-এর অনুমতি চেয়ে জেলার স্বাস্থবিভাগের যুগ্ম সঞ্চালক এবং হাসপাতাল অধিক্ষকের কাছে লিখিতভাবে আবেদন জানানোর পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রায় দেড় মাস অপেক্ষা করে তারা মিডিয়ার মাধ্যমে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু তাতেও কোন সাড়া মেলেনি।
তাই আজ বাধ্য হয়েই তাদেরকে এই বিক্ষোভ দেখাতে হচ্ছে বলে জানান বেসরকারি এম্বুলেন্স ড্রাইভার এসোসিয়েশনের কর্মকর্তারা।