গণআওয়াজ প্রতিনিধি : পাঁচগ্রাম এলাকায় বানরের উপদ্রবে বন বিভাগের বানর খেদাও অভিযান, সামিল ছিলেন রেঞ্জ অফিসার কনজ নাথ সহ আরো অনেকেই
হাইলাকান্দি জেলার পাঁচগ্রামে বানর খেদাও অভিযান চালাল বন বিভাগ। বানরের উপদ্রব দীর্ঘ দিন ধরে এলাকার জনজীবনকে অতিষ্ঠ রেখেছে।
বৃহস্পতিবার বন বিভাগের এই বানর খেদা অভিযানে নেতৃত্ব দেন পাঁচগ্রামের বন আধিকারিক দেবাশীষ নাথ এবং কনজ নাথ সহ অন্যান্য কর্মীরা।
পাঁচগ্রামের রাজাকার রানী কলোনি থেকে শুরু করে নেপালি পট্টি, উমেশ নগর কলোনি সহ গোটা পাঁচগ্রামে চালানো হয় এই অভিযান।
প্রায় দুই ঘন্টা ব্যাপী আতসবাজি ফাটিয়ে এই অভিযান চালানো হয়।