শালচাপড়া প্রতিনিধি, গণআওয়াজ : কাটাখাল নদীভাঙ্গন প্রতিরোধে এবার শালচাপড়ার জনের একমাত্র ভরসা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত সংবাদ দেখে বৃহস্পতিবার তৃণমূলনেত্রী সুস্মিতা নদীভাঙ্গন পরিদর্শন করেন।
সেই সময় স্থানীয়রা তাঁর হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে শীঘ্র নদীভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
সুস্মিতা কাটাখালের নদীভাঙ্গন প্রতিরোধে বিভাগীয় মন্ত্রীর ব্যর্থতার কঠোর সমালোচনা করে রাজ্যসভায় উত্থাপন করার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য যে কাটাখাল নদীর এই ভাঙ্গনের ফলে বৃহত্তর শালচাপড়া এবং শ্রীকোনা এলাকা প্লাবিত হয়।
এতে প্রচুর ক্ষতির মুখে পড়তে হয়েছে জনগনকে।
তাই বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকার ব্যর্থতার পর এলাকার জনগণের এখন শেষ ভরসা সুস্মিতা দেব।
তিনি যদি বিষয়টি রাজ্যসভায় তুলে কাটাখাল নদীর এই বাঁধ মেরামত করেন তাহলে বৃহত্তর এলাকা প্রতি বছরের বন্যা থেকে মুক্তি পাবে। এদিন সাংসদের হাতে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকপ্ত্র তুলে দেন শংকর শীল, আবু বক্কর লস্কর সহ শতাধিক জনগণ।