মোস্তাফা এ মজুমদার, হাইলাকান্দি : সমগ্ৰ অসমের সঙ্গে হাইলাকান্দি জেলাতেও সরকারের দেওয়া টেবলেট ফেরত দিলেন জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা।
এনিয়ে সোমবার হাইলাকান্দি শিক্ষা ব্লকে প্রতিটি প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা তাদের টেবলেট ফেরত দিতে ব্লক কার্যালয়ে উপস্থিত হন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা শিক্ষা ব্লক কার্যালয়ের কর্মকর্তার কাছে টেবলেট সমজে দেন।
টেবলেট জমা দিতে এদিন হাইলাকান্দি শিক্ষা ব্লকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়।
সরকারের দেওয়া টেবলেট জমা দিয়ে সংবাদ মাধ্যমে এবিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সাধারণ সম্পাদক তথা রাজ্যিক সদস্য সৈয়দ আহমেদ লস্কর।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে শিক্ষা বিভাগ স্থায়ী কোন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি ।
এব্যাপারে মোট ৪০ বার শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেও কোন সুরাহা হয়নি।
গত ৩০ এপ্রিল রাজ্যিক কমিটির সিদ্ধান্ত মতে ২১ মের ভিতরে তাদের দাবি পূরণ করা না হলে ২২ মে তারা সরকারের দেওয়া টেবলেট ফেরত দিবেন।
কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও তাদের দাবি পূরণ হয়নি।
তাই সমগ্র অসমের সঙ্গে হাইলাকান্দি জেলাতেও সোমবার সরকারের দেওয়া টেবলেট ফেরত দেওয়া হয়েছে।
এদিন হাইলাকান্দি ব্লকের ৩৯৬ জন ও আরবান ব্লকের ১৩ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষা বিভাগের কাছে টেবলেট ফেরত দেন।
সৈয়দ আহমদ লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, যেহেতু আমরা প্রধান শিক্ষকের পদে নেই তাই সরকারের দেওয়া টেবলেট দিয়ে আমরা কি করব? প্রশ্ন তুলেন তিনি।
এদিন শিক্ষক সম্মিলনীর পক্ষে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনী হাইলাকান্দির ব্লক সভাপতি জহির উদ্দিন বড়ভূইয়া, সম্পাদক হোসেন আহমেদ লস্কর, আরবান ব্লক সভাপতি বিজয় বন্ধু দে, সাধারণ সম্পাদক সামসুন্দর দে, রাজ্যিক সদস্য আবুল হোসেন লস্কর প্রমুখ।