প্রীতম কুমার নাথ, ধলাই : তিন বছর ধরে রেশন পাচ্ছেন না শ্রমিকরা, না আছে থাকার উপযোগী ঘর। পাচ্ছেন না বকেয়া অর্থ, এর মধ্যে দৈনিক মজুরি মাত্র একশত নব্বই টাকা। অনেক সঙ্কটে পড়েছেন বাগান শ্রমিকরা।
অনেকেই বাগানের কাজ ছেড়ে মফস্বলে কাজে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তাতেও নীরব বাগান কর্তৃপক্ষ।
এতে ক্ষোভে ফুঁসছেন ভুবনডহর চাবাগানের শ্রমিকরা। বারংবার আবদার জানালেও বাগান কর্তৃপক্ষ মৌনতা অবলম্বন করে আসছেন।
তাই বাগান শ্রমিকরা শেষ পর্যন্ত কাজ বন্ধ করে বাগানের অফিস ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
তারা তাদের দাবির কথা উল্লেখ করে চা-শ্রমিক ইউনিয়নের হস্তক্ষেপ দাবী করেন। এদিকে বাগান কর্তৃপক্ষের হয়ে আবছা আবছা করে বলেন বাগানের কমার্সিয়্যাল ম্যানেজার সুদীপ দাস।
কিন্তু বাগান পঞ্চায়েত জন্মেজয় রী, উপ-পঞ্চায়েত বাচ্চু রী, সম্পাদক সঞ্জু মাল, অনিতা রাজপুত প্রমূখরা সাংবাদিকদের সামনে তাদের বঞ্চনার সব তথ্য তুলে ধরেন।