জুলি দাস,
করিমগঞ্জ : আবারও কৃত্ৰিম বন্যা অর্থাৎ বৃষ্টির জমা জলে অসহনীয় যন্ত্ৰণার কবলে পড়েছেন শহরের বেশ কিছু এলাকার মানুষ।
বলতে গেলে এই কৃত্ৰিম বন্যার কবলে পড়ে অনেকটা স্তব্ধ হয়ে পড়েছে করিমগঞ্জ শহরের জনজীবন।
যদিও প্রলয়াঙ্কারী রেমাল ঘুর্ণী ঝড়ের থাবা থেকে পরিত্রাণ পেতে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্ক বার্তা জারি করা হয়েছিল।
কিন্তু ঝুর্ণীঝড় আর প্রবল বৃষ্টির কারনে শহরের ষ্টেট বেংকের সম্মূখস্থল মেইন রোড থেকে আরম্ভ করে মিশন রোড, ব্ৰজেন্দ্ৰ রোড, রায় নগর, মদন মোহন রোড সহ শহরের বেশ কিছু অঞ্চল জলের তলায়।
মূলত ড্রেনের জল নিষ্কাশনের সুবন্ধোবস্ত না থাকায় বার বার করিমগঞ্জ শহরের জনগনকে জমা জলের কবলে পড়ে হিমশিম খেতে হচ্ছে।
প্রশ্ন উঠছে, তবে কি করিমগঞ্জের পুরসভা এবং জেলাপ্রশাসন শহরের জমা জলের সমস্যার সমাধান করতে পারবে না?