প্রীতম কুমার নাথ, গনআওয়াজ ধলাই : অগনিত ভক্তের আনন্দ উল্লাস ও হরিনাম কীর্তনের মাধ্যমে সম্পন্ন হল উল্টো রথ।
শ্রী শ্রী জগন্নাথ দেবের লৌকিক মাসীর বাড়ী পানিভরা রামকৃষ্ণ বাড়ি প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে নিজের বাড়ী পানিভরায় শ্রী শ্রী রাধাগোপীনাথ জীউর মন্দিরে এসে পৌঁছায়।
টানা ন’দিন মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব মাসীর বাড়ী থেকে নিজ বাড়ী যাচ্ছেন তাই চলে আনন্দ উৎসব।
উল্লেখ্য সমগ্র বিশ্বে ন’দিন ব্যাপি বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা পালিত হয়।
বাদ যায়নি পানিভরা শ্রী শ্রী রাধাগোপীনাথ জীউর মন্দিরের রথযাত্রা উৎসব।
রথ বের হওয়ার পূর্ব মূহুর্তে শ্রী শ্রী রাধাগোপীনাথ জীউর মন্দিরের সেবিকা কনক দাসী বৈষ্ণবী ও বিষ্ণু রঞ্জন ধর এই মন্দিরের রথযাত্রা সম্পর্কে ভক্তদের বক্তব্য রাখেন।