মোস্তফা আহমেদ মজুমদার, হাইলাকান্দি : অগপ নেতা সুনীল ডেকার বিরুদ্ধে উত্থাপিত আফতাব উদ্দিনের অভিযোগ খন্ডন করলেন দলের হাইলাকান্দি জেলা সভাপতি হরিমোহন রাজভর।
তিনি স্পষ্ট বলেন, আফতাবের দল ত্যাগে কোন ক্ষতি হবে না।
দল ছাড়ার পর আফতাব অভিযোগ করেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আলগাপুরে দলীয় টিকিটের জন্য কেন্দ্রীয় নেতা সুনীল ডেকা তার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছেন।
এই টাকা সুনীল ডেকার স্ত্রী-র একাউন্টে লেনদেন হয়েছে। সদ্য দলত্যাগ করে সংবাদ মাধ্যমে এমনই অভিযোগ করেছিলেন অসম গণ পরিষদের হাইলাকান্দি জেলার প্রাক্তন সভাপতি আফতাব উদ্দিন লস্কর।
কিন্তু শনিবার পাল্টা সাংবাদিক সম্মেলন করে তার এই অভিযোগ খণ্ডন করেছেন দলের বর্তমান জেলা সভাপতি হরিমোহন রাজভর।
তিনি বলেন, অসম গণ পরিষদ দলের কেন্দ্রীয় নেতা সুনীল ডেকার বিরুদ্ধে দলত্যাগী আফতাব উদ্দিনের উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
তার সুরে সুর মিলিয়ে দলীয় কর্মী সফিকুর রহমান হাজারী বলেন, অসম গণ পরিষদ কেন্দ্রীয় সভাপতি অতুল বরা ও কার্যকরী সভাপতি কেশব মহন্তের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।
বরাক উপত্যকা সহ রাজ্যে দলের ভীত মজবুত।
অতুল বরা, কেশব মহন্ত এবং সুনীল ডেকা ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্ব, গোটা রাজ্যে তাদের সুনাম রয়েছে। তাই এদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে কোন লাভ হবে না জানান সফিকুর।