জীবন-সম্পত্তির নিরাপত্তাহীনতায় ভুগছেন চেকারচাম বাসী, বিওপি ক্যাম্প স্থাপনের দাবি

Spread the love

নিউজ ডেক্স, গণআওয়াজ : জীবন ও সম্পত্তি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন চেকারচাম এলাকার সাধারণ মানুষ।

আতঙ্কে দিনযাপন করেছেন, তাই আন্তঃরাজ্য সীমান্তে স্থায়ী পুলিশ পোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

কাছাড় জেলার মনিপুর-মিজোরাম সীমান্তবর্তী ধলাইর চেকারচাম জোড়খাল, স্মিতনগর, মেটমাতল ও ধলাখালের গ্রামবাসীরা নিরাপত্তার স্বার্থে স্থায়ী বিওপি স্থাপনের দাবি জানিয়ে জেলা আয়ুক্তকে স্মারকপত্র দিয়েছেন।

এদিন স্মারকপত্র দিয়ে বিশ্বনাথ বর্মন ও রসন রায় সাংবাদিকদের জানান, অজানা আতঙ্ক এলাকার মানুষের নিদ্রা হরণ করে নিয়েছে। 

প্রায় কয়েক মাস থেকে অপরিচিত উপজাতি সম্প্রদায়ের দশ-বারো জনের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ একটি দল প্রায়ই রাতেরবেলা গ্রামগুলিতে ঘুরাফেরা করে।

উল্লেখ্য যে, পূর্বেও এই এলাকায় উগ্রপন্থীর উপদ্রব ছিল।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়েছে এবং প্রচুর অস্ত্রশস্ত্র লুটপাত হয়েছিল।

তাছাড়া প্রায় সময় গ্রামে ঢুকে বলপূর্বক চাঁদা দাবী ও আদায় করছে এবং হাস, মুরগী, ছাগল, শুকর ইত্যাদি ইচ্ছামত নিয়ে যায়।

তাঁদের বাধা দিলে প্রাণে মারার হুমকি দিয়েছে।  

২০০৩ সালের ৩১ মার্চ চেকারচাম ও মেটালতল গ্রামের ৯০টি ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল এবং উভয় গ্রামের ডিমাসা সম্প্রদায়ের ২৮জন নিরীহ লোককে হত্যা করেছিল।

এই ঘটনায় ৯০টি ডিমাসা পরিবার ক্ষয়ক্ষতি হয় এবং ঘর ছাড়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই ক্ষতিগ্রস্ত পরিবার আজও সরকারি কোনো ক্ষতি পূরন বা সহায়তা পায়নি। আজ থেকে প্রায় ১২ বছর আগে চেকারচাম গ্রামের ১৫ এপিআইআর ক্যাম্প লুট করে সমস্ত অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ছিনিয়ে নিয়ে যায় উগ্রপন্থীরা।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token