নিউজ ডেক্স, গণআওয়াজ : শিলচর পুরোসভার জলকর বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন করায় সাংসদ পরিমল শুক্লবৈদ্যের তীব্র সমালোচনা করলেন তৃণমূল নেত্রী সাংসদ সুস্মিতা দেব।
সুস্মিতা মন্ত্রী অশোক সিংঘলেরও সমালোচনা করেন।
তিনি বলেন, কিছুদিন আগে মন্ত্রী সিংঘল শিলচরে এসে বলেছেন, চার মাসের মধ্যে হাইকোর্টের মামলার নিষ্পত্তি হবে এরপরই পুরনির্বাচন হবে।
সুস্মিতার প্রশ্ন, সরকারের একজন মন্ত্রী কি ভাবে জানলেন হাইকোর্টের রায় কবে হবে?
এদিকে, পুরসভার এক তরফা অনৈতিক ভাবে কর বৃদ্ধিকে সাংসদ পরিমলের সমরথনের পেছনে অন্য রহস্য থাকার আশংকা প্রকাশ করেন তৃনমূল নেত্রী।
সাংবাদিক সন্মেলন আহ্বান করে চার বছর ধরে শিলচর পুরসভার নির্বাচন না করায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন সুস্মিতা।
তিনি বলেন, পুর নির্বাচন হলে জনগণের আবেগের বর্হিপ্রকাশ হবে আঁচ করতে পেরেই ভীত বিজেপি।
তাই নির্বাচন করাতে বিলম্ব করছে। পুর বোর্ড ছাড়াই দফায় দফায় পুরকর বৃদ্ধি কেন? এই প্রশ্ন শিলচরের সাংসদের উদ্দেশ্যে ছুড়ে দেন সুস্মিতা।