নিউজ ডেক্স, গণআওয়াজ : কাটিগড়ায় গিয়ে জনতার তুপের মুখে পড়লেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
শুনতে হল মুর্দাবাদ এবং গো-ব্যাক ধ্বনি।
রাজ্যর রাজনীতিতে বাঙালির ত্রাতার মুখোশধারী কংগ্রেসের এই বিধায়ক দুর্নীতিতে জড়িয়ে নাম লেখান বিজেপির খাতায়।
বেরিয়ে আসে তাঁর মুখোশের আড়ালের আসল চরিত্র।
এরপর থেকে দিশেহারা উত্তর করিমগঞ্জের এই বিধায়ক ২০২৬ –এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দৌড়ঝাঁপ শুরু করেন কাটিগড়ায়।
এতে ক্ষিপ্ত হয়ে উঠেন কাটিগড়ার আম জনতা সহ বিজেপি কর্মীরা।
এক-দু’বার বিজেপি কর্মকর্তাদের সাথে গিয়ে মিলার চেষ্টা করলেও আমল পাননি।
কেউই সুবিধাবাদী এবং আপাদমস্তক দুর্নীতিগ্রস্থ কমলাক্ষকে উড়ে এসে জুড়ে বসার মত সুযোগ দিতে রাজী হননি।
এদিকে উত্তর করিমগঞ্জেও তাঁর আর আগের অবস্থান নেই।
এছাড়া দলের তাবড় তাবড় নেতা-কর্মী থাকার পর দুর্নীতিগ্রস্থ এবং বিশ্বাসঘাতক কাউকে টিকিট দেওয়া হউক বিজেপি কর্মকর্তা চাইবেন না।
আজ যিনি কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কাল যে তিনি বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন তা নিশ্চয়তা কোথায়।
তা আচ করেই হয়তো কমলাক্ষ চেয়েছিলেন কাটিগড়ার মানুষকে পটিয়ে কাটিগড়ায় আস্তানা গাড়তে।
কিন্তু তাও আর সফল হলনা।
আজ কাটিগড়ায় পৌঁছতেই মানুষ তাকে মুর্দাবাদ ও গো-ব্যাক ধ্বনি দিয়ে তাড়িয়ে দিয়েছেন।
নির্লজ্জের মত এসব শোনে ফিরে আসতে হয়েছে তাকে। এখন কোথায় ঠাই হবে উত্তর করিমগঞ্জের এই বিধায়কের, তা এখমাত্র সময়েই বলতে পারে।