মিঠুন বড়ুয়া, গণআওয়াজ মার্গেরিটা : মার্গেরিটার একমাত্র লাভজনক শিল্প নর্থ ইস্টার্ন কোল ইন্ডিয়া লিমিটেড, কিন্তু একমাত্র সিন্ডিকেটের কারণে এখন ধ্বংসে দিকে এগুচ্ছে।
ছয়টি কয়লা খনি থাকা সত্বেও শুধু মাত্র একটি কোলিয়ারি থেকেই এই অবৈধ খনন কাৰ্য্য চালানো হচ্ছে।
আজ অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদের তিনসুকিয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক কাঞ্চন বরা প্রশ্ন তুলেন, কয়ল সিন্ডিকেট চালানোর জন্যই কি বিজেপি ক্ষমতায় এসেছে?
কারন এখন পর্যন্ত একমাত্র সিন্ডিকেট চালানো ছাড়া মার্গেরিটার জলন্ত সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে।
তাঁর অভিযোগ, মার্গেরিটার বিধায়ক ভাস্কর শৰ্মার পরিবারের সব সদস্যই এখন অবৈধ কয়লার কাজে লিপ্ত।
এভাবে চললে আর বেশিদিন নেই কলকাতার কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর থেকে নর্থ ইস্ট কোল ইন্ডিয়া লিমিটেড মার্গেরিটা অফিস বন্ধ করার নির্দেশ জারি করবে।
আসামের মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্বশৰ্মা এবং তিনিসুকিয়া জেলা প্ৰশাসনের বিন্দুমাত্র লজ্জা থাকলে শীঘ্রই মার্গেরিটার অবৈধ কয়লা সিন্ডিকেট বন্ধ করে দেখান। না হলে অসম জাতীয়তাবাদী যুব ছাত্ৰ পরিষদ গনতান্ত্ৰিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুল্বে বলে হুমকি দেন পরিষদের তিনসুকিয়া সমিতির সাধারণ সম্পাদক।