ব্যুরো রিপোর্ট : নিউজ বড়খলা ১ সেপ্টেম্বর শুক্রবারঃ একের পর এক অবৈধ কারবার যেন মাথাঝাড়া দিয়ে উঠেছে রাজ্যে।
সার, বিলাতি মদ, বার্মীজ সুপারী এবার বার্মীজ সিগারেট।
কাছাড় জেলার বড়খলায় শুক্রবার বৃহৎ পরিমাণে বিদেশী সিগারেট জব্দ করলো বড়খলা পুলিশ।
গোপন সুত্রের খবরের ভিত্তিতে বড়খলা থানার এস আই নয়ন কুমারের নেতৃত্বে শিলচর-হাফলং সৌরাষ্ট্র মহাসড়কে অভিযান চলিয়ে একটি কন্ট্রিনার ট্ৰাক থেকে এই বৃহৎ পরিমানে বিদেশী সিগারেট জব্দ করা হয়।
UP-21CN-9847 নম্বরের ট্ৰাক থেকে তাল্লাসি চলিয়ে ৪৫ কার্টন বিদেশী WINGS ও ESSE ব্ৰেণ্ডের সিগারেট জব্দ করে বড়খলা পুলিশ।
উল্লেখ যে শিলচর থেকে ঝাড়ু লোড করে কাছাড় জেলার শিলচর-হাফলং সৌরাষ্ট্র মহাসড়ক হয়ে ডিমা হাসাও জেলার মধ্য দিয়ে সিগারেট বোঝাই গাড়িটি বহিঃরাজ্যে সরবরাহর করার পরিকল্পনা ছিল।
তাদের সব পরিকল্পনা ব্যাস্ত দিল বড়খলা পুলিশ।
বড়খলার বালাছড়া টোলগেইট থেকে জব্দ হয় গাড়িটি। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
অবৈধ বার্মীজ সিগারেট পাচারের অভিযোগে পুলিশ ট্রাকের চালক ও সহ চালককে গ্রেফতার করেছে।
ধৃত চালকের নাম জানে আলম ও সহ চালক ডানিশ, দুজনই উত্তর প্রদেশের বাসিন্দা। প্রতিবেদন লেখা পর্যন্ত জোর জিজ্ঞাসা চালিয়ে যাচ্ছে বড়খলা পুলিশ।