রত্নদীপ চক্রবর্ত্তী, গণআওয়াজ ধর্মনগর : মঙ্গলবার ধর্মনগর বাবুর বাজার এলাকার লার্নার্স এডুকেশনাল সোসাইটির মোহড়া কক্ষ নাট্যসৃষ্টিতে অনুষ্ঠিত ৭দিন ব্যাপী কর্মশালা সমাপ্ত হল।
কর্মশালার শিল্পীদের পরিবেশিত একক অভিনয়, নৃত্য, সঙ্গীত, তবলা লহড়া সহ একটি মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উপস্থিত ছিলেন কর্মশালার শিক্ষিকা তথা রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় নিউ দিল্লী শাখার প্রাক্তন ছাত্রী তথা লার্নার্সের সদস্যা ৠতুরেখা নাথ, লার্নার্স এডুকেশনাল সোসাইটির সভাপতি মনিদীপ দাস, সহ সভাপতি সন্তোষ ভট্টাচার্য্য, সম্পাদক রত্নদীপ চক্রবর্ত্তী, নাট্য নির্দেশক রণজিৎ পুরকায়স্থ, বিশিষ্ট অভিনেতা তথা নির্দেশক অমিতাভ নাগ, বিশিষ্ট কবি বাপ্পা চক্রবর্ত্তী সহ অন্যান্য ব্যক্তিবর্গরা।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হওয়ার পর কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে সার্টিফিকেট তুলে দেন উপস্থিত অতিথিরা।
লার্নার্সের সভাপতি মনিদীপ দাস ও কর্মশালার শিক্ষিকা ৠতুরেখা নাথকে বিশেষ সম্মানে সম্বর্ধিত করা হয় এই অনুষ্ঠানে।
সেইসাথে উপস্থিত সকলের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। এই কর্মশালার ফলে ধর্মনগরের নাট্য চর্চায় আগামীদিনে আরো নতুন নতুন মুখ উঠে আসবে বলে মনে করছেন শিল্পী মহল।
অনুষ্ঠানের সমাপ্তি হয় লার্নার্সের সদস্যা সৃষ্টি দাসের একক অভিনয়ের মাধ্যমে।
অনুষ্ঠান শেষে সৃষ্টি দাস ও রত্নদীপ চক্রবর্ত্তী জানান আগামী ২রা আগস্ট থেকে ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য্য স্মৃতি ভবনে শুরু হবে লার্নার্স এডুকেশনাল সোসাইটি আয়োজিত নবম নাট্যমঞ্চ নাট্যোৎসব – ২০২৪।
২রা ও ৩রা আগস্ট দুদিন ব্যাপী আয়োজিত এই নাট্যোৎসবে ধর্মনগর সহ রাজ্যের অন্যান্য জায়গা থেকে আগত সুনামধন্য নাট্য দলগুলো তাদের নাটক মঞ্চস্থ করবেন।
প্রয়াত বিজয় লক্ষ্মী সেনের স্মৃতিতে এবারের ৯ম নাট্যমঞ্চ নাট্যোৎসবের মঞ্চ লার্নার্স উৎসর্গ করেছেন ‘বিজয় লক্ষ্মী সেন স্মৃতি মঞ্চ’ এই নামে।
পাশাপাশি ৯ম নাট্যমঞ্চ নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দশম নাট্যমঞ্চ নাট্যোৎসবের লোগো প্রকাশিত করা হবে।
জানাগেছে, লার্নার্সের প্রায়ত সদস্য বিশাল শর্মার স্মৃতিতে দশম নাট্যমঞ্চ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। যাকে কেন্দ্র করে আগামীদিনে একাধিক কর্মসূচি ও পরিকল্পনা হাতে নিতে চলেছ লার্নার্স এডুকেশনাল সোসাইটি।