মিঠুন বড়ুয়া, গণআওয়াজ মার্গেরিটা : গোলাঘাটের কাজিরাঙ্গা হাতীখুলি চা বাগানের শ্ৰমিকদের ওপর লাঠিচালনার প্ৰতিবাদে কেঁপে উঠল মার্গেরিটা।
সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সংস্থার মার্গেরিটা কমিটি আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করে প্রতীবাদ সাব্যস্থ করেছে।
প্রতিবাদে অংশ নিয়ে চা শ্রমিকরা সরকার বিরোধী শ্লোগানে পরিবেশ উত্তাল করে তুলেন।
কাজিরাঙ্গা রাষ্ট্ৰীয় উদ্যানের কাছে থাকা হাতীখুলি চা বাগান ধ্বংস করে অসম সরকারের পৰ্যটন বিভাগ পাঁচ তারা হোটেল নিৰ্মাণে হায়াত গ্রুপকে ভূমি বরাদ্দের প্ৰতিবাদ জানিয়েছিল আদিবাসী ছাত্ৰ সংস্থা।
নিরাপত্তা বাহিনী ছাত্র সংস্থার প্রতিবাদী কাৰ্যসূচীতে বাধা দেওয়া সহ শ্ৰমিকদের ওপর লাঠি চালায়।
তার প্ৰতিবাদেই আজ মার্গেরিটায় গৃহ বিভাগের দায়িত্বে থাকা মূখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার কুশপুতুল দাহ করে শ্ৰমিকদের ওপর অত্যাচার বন্ধ করার দাবী জনায়।
আদিবাসীদের সমস্যা সমাধান না করে পূঁজিপতিদের স্বাৰ্থে কাম করা সরকারের বিরুদ্ধে প্ৰতিবাদ অব্যাহত থাকবে বলে চরম হুশিয়ারি দিয়েছে ছাত্র সংস্থা আটসা।