বিজেপি মুখোশধারী! হিন্দুদের সতর্ক থাকার আহ্বান জানাল এনএসইউআই

Spread the love

নিউজ ডেক্স : কৃত্রিম বন্যায় দেবগ্রামে বারো বছরের এক দিনমজুরের পুত্রের মৃত্যুর ঘটনায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করল কংগ্রেসের ছাত্র সংগঠন।

সংগঠনের রাজ্যিক সম্পাদক শুভজিত চক্রবর্তী এবং উত্তর করিমগঞ্জের যুব নেতা প্রদ্যুত দাস বিজেপির হিন্দুত্ব প্রেম নিয়ে প্রশ্ন তুলে বলেন, দেবগ্রাম হিন্দু এলাকা।

এখানকার প্রায় সবাই হিন্দু।

কৃত্রিম বন্যায় যে ছেলেটির মৃত্যু হয়েছে সেও হিন্দু।

কিন্তু আজ পর্যন্ত বিজেপির কোন নেতা এমনকি স্থানীয় বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী ছেলেটির পরিবারের খোঁজখবর নেওয়ার কোনও প্রয়োজন মনে করেননি।

শুভজিত চাচাছুলা ভাষায় বিধায়ক দ্বীপায়নকে আক্রমণ করে বলেন, তার নির্লজ্জতা এবং অমানবিকতা প্রমান করেছে বিজেপি হিন্দুত্বের নামে ভাঁওতাবাজির রাজনীতি করছে।

জনগণকে এসব মুখোশধারিদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রদ্যুত বলেন, আমি একজন কৈবর্ত সম্প্রদায়ের যুবক, দেবগ্রাম এলাকায় এই সম্প্রদায়ের মানুষ বেশী।

এই সম্প্রদায়ের বেশীর অংশের মানুষ বিজেপির সমর্থক, অথচ আজ কৃত্রিম বন্যায় ভাসলেও বিজেপি তাদের কোন খোঁজখবর নেওয়ার প্রয়োজনই মনে করেনি।

মানুষের এই দুঃখ-দুর্দশার খবর নেওয়ার থেকে বার্থ-ডে পার্টিকেই প্রাধান্য দিয়ে প্রমান করেছেন তাদের কাছে হিন্দুত্ব শুধু ভোট ব্যাংক। তাই হিন্দুদের এসব মুখোশধারী হিন্দুত্ববাদিদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token