নিউজ ডেক্স, গণআওয়াজ : বেশ কিছুদিন থেকে শিলচর কাঁঠাল রোডে কোথাও না কোথাও ঘটছে একাধিক চুরির ঘটনা। খোয়া যাচ্ছে বাসাবাড়ির মালামাল, গবাদি পশু সহ যানবাহনও।
চোরেরা হানা দিচ্ছে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানেও, রেহাই পাচ্ছে না মসজিদ, মন্দিরও। চোরের এমন উপদ্রবে আতঙ্ক বিরাজ করছে জনমনে।
শনিবার রাতে শিলচর কাঁঠাল রোডের ব্যাংক কলোনির পাশে বাড়া বাড়িতে থাকা এক মাছ ব্যবসায়ীর মাছ চুরি করে নিয়ে যায় দুই চোর।
কিন্তু এই মাছ ব্যবসায়ী রবিবার সকালে যখন ব্যবসার জন্য আবারো মাছ কিনতে যান তখন তিনি দেখতে পান বুধুরাইল বাপাসে বসে দুই যুবক মাছ বিক্রি করছে।
তিনি মাছগুলি দেখে চিনে ফেলেন যে এই মাছগুলো তার। তখন তিনি হাল্লা চিৎকার শুরু করলে স্থানীয় জনগণ এসে দুই চুরকে আটক করেন।
পরে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত দুই চোর সৌরভ দাস এবং কানাই দাস।
তারা দুইজনেই ব্যাংক কলোনির পাশে একটি বাড়াবাড়িতে থাকে।
মাছ ব্যবসায়ী জানান বিগত কিছুদিন আগেও তার সাইকেল চুরি করে নিয়ে গেছে এই দুই চুর এবং তারা স্বীকার করেছে।
ঘটনাস্থল থেকে স্থানীয় পিন্টু দাস জানান গত তিনদিন আগে বুধুরাইল থেকে রাতে তার একটি ই- রিক্সা নিয়ে যায় চুরের দল।
এমন কি গতকাল রাতেও একদল চোর তার বাড়িতে হানা দিয়েছিল, তিনি সন্দেহ করছেন আটক করা দুই যুবক এই চুরির সাথে জড়িত। চোরেদের একটি টিম রয়েছে, তিনি প্রশাসনের কাছে দাবি রাখেন আটক দুই যুবককের কঠোর শাস্তি দেওয়ার জন্য এবং তাদের কাছ থেকে সম্পূর্ণ চুরির তথ্য বের করার জন্য।