রুবেল বৈষ্ণব, গণআওয়াজ কালাইনছড়া : দিগরখাল ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের আজকের খেলায় জয়ী হয়েছে কালাইন করকরি ফুটবল দলl
তারা দুই- শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে দামছড়া ফুটবল দলকে।
আজকের খেলার প্রথম থেকেই দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। তবে খেলার প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য অবস্থায়।
কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে বিপক্ষ দামছড়া ফুটবল দলের বিরুদ্ধে পর পর দুটি গোল করে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয় কালাইন করকরি দল।
আজ ম্যাচ পরিচালনা করেন তাইজুল হুসেন, আব্দুল আহাদ এবং বিকি কর্মকার। আগামীকাল ম্যাচ হবে কালাইন ভৈরবপুর ভাই ভাই ক্লাব বনাম করকরি বাগান দলের মধ্যে।