অসীম রায়, লক্ষীপুর : ৭৩০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে শুক্রবার বরাকে আসছেন মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
তিনি বরাক উপত্যকায় তিনটি স্থানে উপস্থিত হয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের শিলান্যাস এবং দুটি উদ্বোধন করবেন।
এদিন লাবক খেলার মাঠে দুপুরে তিনি উপস্থিত হয়ে শিলান্যাস ও দুটি প্রকল্পের উদ্বোধন করবেন।
লক্ষীপুরের উন্নয়নে মুখ্যমন্ত্রী ৪০০ কোটি টাকা মঞ্জুর করেছেন জানিয়েছেন বিধায়ক কৌশিক রাই।
এসব প্রকল্পের মধ্য রয়েছে লক্ষীপুর সিভিল সাবডিভিশনের কার্যালয়ের জন্য ১৯ কোটি ৮০ লক্ষ টাকা, লক্ষ্মীপুরের বিভিন্ন রাস্তার কাজের জন্য ৫৮ কোটি টাকা, লক্ষীপুর জেলা হাসপাতালের জন্য ১২৭ কোটি টাকা।
এছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে লক্ষ্মীপুরে টাকা মঞ্জুর করা হয়েছে।
এদিন শহীদ নন্দচাঁন্দ সিংহের নামাঙ্কিত চিরি নদীর উপর নবনির্মিত সেতু এবং লক্ষীপুর সিভিল সাবডিভিশনের কার্যালয়ের ভ্যার্চুইয়াল উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বুধবার লাবক খেলার মাঠে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রাই।