নিউজ ডেক্স, গণআওয়াজ : পনেরো আগস্টের পর সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে আন্দোলন আপাতত স্থগিত করল আসাম পৌর কর্মচারী সংঘের শিলচর শাঁখা।
দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবিদাবা ও সমস্যা সমাধানে আন্দোলন চালিয়ে আসছিল শিলচর পৌরসভার কর্মচারী সংঘ।
বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে লিখিত আবেদন জানানোর পরও সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষ কোন সাড়া দেয়নি।
এরপর সংঘ শিলচর পৌরসভার সামনে গেট মিটিং এবং ধর্না কর্মসূচি পালন করে।
এতেই টনক নড়ে প্রশাসনের, পনেরো আগস্টের পর তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে আজ শিলচর পৌরসভার কনফারেন্স হলে সভা করে জানিয়েছে সংঘ।
এরজন্য সংঘ এক মাসের সময় দিয়েছে।
এই সময়ের মধ্যে তাদের দাবী এবং সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুমকি দিয়েছেন সংঘের সভাপতি সোমেশ বিশ্বাস, কার্যকরী সম্পাদিকা সম্পা দে, সাধারণ সম্পাদক মধূসুদন শুক্লবৈদ্য সহ অন্যান্যরা।
তাদের দাবীর মধ্যে রয়েছে, অস্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ করা, যোগ্যতা অনুযায়ী পদোন্নতি এবং টেক্স কালকশনে কমিশন বৃদ্ধি করা।