অসীম রায়, গণআওয়াজ লক্ষীপুর : দীর্ঘ আট বছর ধরে বিন্নাকান্দি চা শ্রমিক উন্নয়ন কেন্দ্রে বিনা বেতনে চৌকিদার পদে কাজ করে আসছেন কার্তিক বাউরি।
কিন্তু এখন পর্যন্ত তাঁকে স্থায়ী নিযুক্তি দেওয়া হয়নি। তবে আজ তিনি সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অগ্রাধিকারের ভিত্তিতে তাঁকে চাকুরির নিয়োগ পত্র না দিলে আত্মহত্যা করবেন।
এদিকে কার্তিক বাউরীকে এই পদে নিয়োগের দাবিতে গত মঙ্গলবার থেকে চা শ্রমিক উন্নয়ন কেন্দ্রে ধর্না কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা।
বুধবার দ্বিতীয় দিনেও এই পদে কার্তিক বাউরীর চাকুরির দাবিতে কয়েকশত জনতা হাতে প্লে-কাড নিয়ে ধর্নায় বসেন।
তাদেরকে কার্তিক বাউরীর চাকুরি স্থায়ী করণের দাবীতে শ্লোগান দিতেও দেখা যায়। এদিকে বরাকভ্যালী চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির দুলন রি ও কিশান রিকিয়াসনও হুমকির সুরে জানিয়েছেন, তাদের দাবী মেনে কার্তিক বাউরিকে নিযুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে।