সুপ্রিয় পাল, দুল্লভজড়া, ২৯ জানুয়ারি : রাতাবাড়ি বিধানসভায় সড়ক নির্মানে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বিভাগীয় আধিকারিকদের দায়বদ্ধের হীনতায় টিকাদার গুণগত মান এবং স্থায়িত্বের কথা না ভেবেই নিম্নমানের কাজ করার অভিযোগ এনেছেন স্থানীয় নাগরিকেরা।
পেঁচাওয়ালার রেলগেইট-আনিপুর রাস্তার কাজেও ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছেন ওই এলাকার জনসাধারণ।
এই এলাকার জন্সাধারনের অভিযোগ, রাস্তার স্থায়িত্বের জন্য পিচের কাজ করার পূর্বে নিয়ম অনুযায়ী যাবতীয় নোংরা পরিস্কার করতে হয় এবং সটিক পরিমাণে বিটুমিন (খনিজ তেল) দিতে হয়।
কিন্তু এসব না করেই প্রায় অর্ধেক কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন করা হয়েছে। তাই স্বাভাবিক কারনের কাজের স্থায়ীতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
বরাত প্রাপ্ত ঠিকাদার এবং তত্বাবদায়ক বিভাগের আধিকারিকদের কারনে বর্তমান সরকার ও রাতাবাড়ির বিধায়কের স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে এরজন্য স্থানীয় জনগণ বরাতপ্রাপ্ত ঠিকাদার এবং বিভাগীয় আধিকারিকদের দায়ি করে সরকার ও রাতাবাড়ির বিধায়কের হস্তক্ষেপে উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন।