“হর ঘর তিরঙ্গা” শিলচরে জেলা প্রশানের সৌজন্যে বাইক রেলী

Spread the love

নিউজ ডেক্স, গণআওয়াজ : সরকারে “হর ঘর তিরঙ্গা” কর্মসুচিকে সফল করতে বুধবার কাছাড় জেলা পুলিশের সৌজন্যে শিলচরে বের এক বিশাল বাইক রেলী।

দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই রেলী পুলিশ প্যারেড গ্রাউণ্ড থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সমাপ্ত হয়।

উপস্থিত ছিলেন, কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝাঁ এবং পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ উচ্চ পদস্থ আধিকারিকরা।

শহর ও শহরতলীর বাইরে বাইক রেলী পরিক্রমা করে “ঘর ঘর তিরঙ্গা”কর্মসূচিকে সফল করতে জনগণের প্রতি তারা আহ্বান জানান।

জেলা শাসক বলেন, জাতীয় পতাকার গরিমা ও গর্বকে অনুভব করার এবং এর তাৎপর্য মানুষের মনে জাগিয়ে তোলার প্রচেষ্টায় এধরনের কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন।

স্বাধীনতা দিবসে প্রত্যেকের ঘরে তিরঙ্গা লাগানো, জেলার ২৮টি জায়গায় তিরঙ্গা সেলফি পয়েন্ট ও তিরঙ্গা ক্যানভাসে ফটো উঠে সামাজিক মাধ্যমে দেশ প্রেমের ভাবনাকে তুলে ধরার আহ্বান জানান।

এছাড়াও সন্ধ্যায় শিলচর গান্ধী ভবনে “তিরঙ্গা কনসার্ট” কর্মসূচির মাধ্যমে এতদঞ্চলের স্বাধীনতা সেনানীদের পরিবারকে সংবর্ধনা এবং সম্মানিত করার মধ্যমে স্থানীয় কলা-সংস্কৃতিকে জনসমক্ষে তুলে ধরতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token