অয়াহিদুর রহমান, গণআওয়াজ কলিয়াবর : বাঘ আতঙ্ক তাড়া করছে কলিয়াবরের পূর্ব দেউপানি এলাকার মানুষকে।
বনের রাজা বাঘের শিকার হয়েছে গৃহস্থের ছয়টি গবাদি পশু।
সোনারি-কামাখ্যা এলাকার পর এবার কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সংলগ্ন কলিয়াবরের পূর্ব দেউপানিতে বাঘের উপদ্রব।
খাবারের সন্ধানে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকে বেরিয়ে এসে রাতের অন্ধকারে ছয়টি গবাদি পশুকে নৃশংসভাবে হত্যা করেছে বাঘ।
তিনটি গবাদি পশুকে নিয়ে গেছে বনের রাজা এবং তিনটিকে হত্যা করে ফেলে রেখে যায়।
সাম্প্রতিক বন্যার জল পুরোপুরি না কমায় গ্রামের বাসিন্দারা রাস্তার পাশে অস্থায়ী গোয়াল ঘর তৈরি সেখানেই গবাদি পশু পালন করেছিলেন।
এই অস্থায়ী গোয়াল ঘর থেকেই বাঘ তিনটি গবাদি পশুকে নিয়ে যায় এবং তিনটিকে মেরে রেখে যায়। ক্ষতিগ্রস্থরা তাদের গবাদি পশুর ক্ষতিপূরণ এবং বাঘের হাত থেকে রক্ষার দাবি জানিয়েছেন।