আসামে ২০ এপ্রিল ৫০ হাজার প্রার্থীর নিয়োগের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Spread the love

স্বচ্ছতার প্রমানে জেলাভিত্তিক তালিকা প্রকাশের দাবি জনালো : বিডিএফ

শিলচর, ১৮ এপ্রিল : আগামী ২০ এপ্রিল রাজ্যে আরো ৫০ হাজার প্রার্থীর নিয়োগ তালিকা প্রকাশ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

 মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট, সেই সঙ্গে বরাকের প্রার্থীদের প্রতি সুবিচারের আর্জি জানিয়ে জেলাভিত্তিক নিয়োগ তালিকা প্রকাশের অনুরোধ করেছে ফ্রন্ট।

বিডিএফ মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন, এর আগে  ৪০ হাজার প্রার্থী নিয়োগ করা হলেও সেখানে বরাক উপত্যকার তিন জেলা থেকে খুব নগন্য সংখ্যক নিয়োগ পেয়েছে।

তিনি বলেন যে বরাক থেকে কতজন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই তালিকা বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশের জন্য এর আগে বিডিএফ এর পক্ষ থেকে বারবার অনুরোধ জানান হয়েছিল। কিন্তু বাস্তবে তা করা হয়নি।

দত্তরায় বলেছেন ২০ এপ্রিল যে ৫০ হাজার নিয়োগপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হবে সেখানে  যাতে বরাকের প্রার্থীরা কোনভাবেই বঞ্চিত না হন।

এরজন্য মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে বিডিএফ মুখ্য আহ্বায়ক অনুরোধ জানিয়েছেন‌।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিধবা ভাতা, ছাত্রদের স্কুটি সহ বিভিন্ন জনকল্যাণমূলক অনুদান দেওয়া হলেও রাজ্যের স্বীকৃত পনের লক্ষ বেকারদের জন্য কোন অনুদান ঘোষণা হয়নি।

দত্তরায় যতদিন পর্যন্ত মাধ্যমিক উত্তীর্ণ বেকারদের রোজগারের ব্যাবস্থা না হচ্ছে ততদিন ন্যুনতম ২০০০ টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তরদের ৫০০০ টাকা করে মাসিক অনুদান দেবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।

এদিকে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য কেবিনেট বৈঠকের উল্লেখ করে বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন নিয়োগে বরাকের সংখ্যা কোন অংশেই কম হয়নি।

কিন্তু নিয়োগ তালিকা বৈষম্য প্রমাণ করেছে, তাই আগামী নিয়োগ প্রক্রিয়ার জেলাভিত্তিক তালিকা প্রকাশ করার মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।

অপর আহ্বায়ক হৃষীকেশ দে বলেছেন, গত নিয়োগ পরীক্ষায় বরাকের তিন জেলা থেকে কতজন উত্তীর্ণ হয়েছেন তার তথ্য পেতে মুখ্য তথ্য আধিকারিকের কাছে আর টি আই আবেদন পাঠানো হয়েছিলো, কিন্তু আজ পর্যন্ত কোন জবাব আসেনি।

তিনি বলেন যে আমরা আশা করছি আগামী নিয়োগ তালিকা সম্পুর্ন স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হবে এবং বরাকের তিন জেলার নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে তা প্রমান করবেন মুখ্যমন্ত্রী।

Gana Awaz Desk

Avatar

create token < a href="https://capablemachining.com/">china cnc milling bep20 token create a usdc token create crypto token create a bep20 token create a token ethereum token stripe token create bnb token create token create a token token mint mint club token