নিউজ ডেক্স, গণআওয়াজ : বুধবার বিভাগীয় মন্ত্রী রঞ্জিত দাস কাছাড় জেলা বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন।
তবে তিনি স্বীকার করেছেন, অপারেটরদের ভুলের কারণে রেশন কার্ডে রাজ্যের অসংখ্য পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তিতে বিসংগতি দেখা দিয়েছে।
প্রকৃত মানুষের নাম বাদ পড়ার কথাও তিনি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি সরকারের নজরে রয়েছে, খুব শীঘ্রই বাদ পড়া মানুষের নাম রেশন কার্ডে অন্তর্ভুক্ত করা হবে।
রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসককে রাজ্য সরকার ইতিমধ্যে নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রীর আহ্বানে রাজ্যের ১০ লক্ষ প্রভাবশালী মানুষ তাঁদের রেশন কার্ড সরকারের কাছে তুলে ধরেছেন।
সব মিলিয়ে আসামে ৫০ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে, জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত দাস। বর্তমানে রাজ্যে রেশন কার্ডের সংখ্যা ৬৬, ২৫, ৯১৭ বলে জানিয়েছেন তিনি।
আগামী ডিসেম্বর মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান বিভাগীয় মন্ত্রী।
এবারের নির্বাচন রাজনীতি মুক্ত এবং দলীয় প্রতীক ছাড়া হবে, এছাড়া এবার পঞ্চায়েত সভাপতি নির্বাচিন করবেন গ্রুপ সদস্যরা জানান তিনি।
আগামী ৩১ আগষ্টের মধ্যে পঞ্চায়েত এবং ৭ সেপ্টেম্বরের মধ্যে ব্লক রি -অর্গানাইজেশন করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০০১ সালের সেন্সাস অনুযায়ী এই ব্লক রি-অর্গানাইজেশন করা হবে এবং এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ডিসেম্বরে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামউন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস।