সুস্মিতা দাস, গণআওয়াজ করিমগঞ্জ : মুখ্যমন্ত্রীকে স্মার্ট মিটার বন্ধের দাবি জানাল করিমগঞ্জ এআইইউ ডিএফ।
স্মার্ট মিটারের ভূতুড়ে বিলে নাজেহাল রাজ্যের জনতা, স্থানে স্থানে চলছে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।
এবার এই স্মার্ট মিটার ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিধলেন করিমগঞ্জ জেলা এআইইউডিএফ।
বৃহষ্পতিবার জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারের নেতৃত্বে আজমল ব্রিগেডের এক প্রতিনিধি দল জেলা আয়ুক্তের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দেন।
তাদের দাবি, স্মার্ট মিটার শীঘ্রই প্রত্যাহার করতে হবে।
ডিসির চেম্বার থেকে বেরিয়ে এসে জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার বলেন, মানুষ বিদ্যুতের অত্যধিক বিলের যন্ত্রনায় নাজেহাল।
কিন্তু মুখ্যমন্ত্রী মানুষের অভিযোগ শুনতে চাইছেন না। আসলে তিনি স্মার্ট মিটারের আড়ালে স্মার্ট জেহাদ চালাচ্ছেন।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা স্মারকপত্রে কী কী দাবি রয়েছে সাংবাদিকদের সামনে তুলে ধরেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা নজমুদ্দিন।