বিপ্লজিৎ দেব, গণআওয়াজ লংকা : হোজাই ন্যায়ধিশ আদালতে একজন মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত করা হয়েছে।
স্বামীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় স্বপ্না বরা নামের এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল হোজাইর ন্যায়াধিশ আদালত।
২০১৬ সালের ৮ আগস্ট কাকি দেওবালির স্বপ্না বরা নামের ওই মহিলা তার স্বামী রাতুল বরাকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে।
এব্যাপারে নিহত রাতুলের বাবা নিজের পুত্রবধূর বিরুদ্ধে কাকি থানায় এক মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ স্বপ্নাকে গ্রেফতার করে।
দীর্ঘদিন মামলা চলার পর আজ হোজাই জেলা ন্যায়াধিশ আদাল ১০ জন সাক্ষীর জবানবন্দী গ্রহণ করে মামলার রায় দান করে।
রায়ে স্বপ্না বরাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। সরকার পক্ষের আইনজীবী ছিলেন অমরজ্যোতি শইকিয়া।