গণআওয়াজ প্রতিনিধি, নিলামবাজার : উৎকোচের বিনিময়ে বিত্তশালী এবং পেনশনারদের নাম আবাস প্লাস তালিকায়! এই অভিযোগ বারইগ্রাম জিপির।
একদিকে সরকারের দুর্নীতি মুক্ত রাজ্য গড়ার প্রতিশ্রুতি অন্যদিকে এই অবাধ দুর্নীতি সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।
বিশেষ করে পঞ্চায়েতস্তরে এই দুর্নীতি দুরারোগ্য ক্যান্সারে পরিণত হয়েছে।
এই অভিযোগ দক্ষিণ করিমগঞ্জের বারইগ্রাম জিপির দশ নম্বর ওয়ার্ডের বাদেজমা গ্রামের। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার নতুন তালিকা প্রকাশ করেছে আসাম সরকার।
এই তালিকায় প্রকৃত গরীব হিতাধিকারির নামের বদলে বিত্তশালী, সরকারি পেনশনার, চাকরিজীবি এবং একই পরিবারে একাধিক ব্যক্তির নাম রয়েছে।
স্থানীয় মিটুন দাস, বিজন দে, সঞ্জিত ধরদের অভিযোগ, প্রাক্তন গ্রুপ সদস্যার প্রতিনিধি অভিজিত দে অগ্রীম কুড়ি হাজার, পচিশ হাজার টাকা উৎকোচ নিয়ে এসব বিত্তশালীদের নাম হিতাধিকারির তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
তারা এই বিশাল অংকের অর্থ উৎকোচ দিতে পারেননি বলে হিতাধিকারর তালিকায় তাদের নাম স্থান পায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন।
একইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের জন্য এই জিপির অত্যন্ত দুর্বল অসহায় মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা সংগ্রহ করার অভিযোগও করেন তারা। অভিযোগকারীরা এসব দুর্নীতিগ্রস্থ প্রঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।