শম্ভু দাস, গণআওয়াজ শিলাপাথর : ভয়াবহ বায়ু দূষণের কবলে ধেমাজির চিমেন চাপরির বিশাল এলাকা। জীববৈচিত্র্যের সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষের জীবন হুমকির সম্মুখীন।
শিলাপাথরের কুলাজান থেকে জোনাইল পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা নির্মাণ সংস্থা কেসিপিএল মানুষের জীবনকে এই হুমকির মুখে ফেলেছে।
ধেমাজির চিমেন তিনকুনিয়া আরবিসি-র কাছে স্থাপন করা হর্ট মেশিন থেকে নির্গত কালো ধোঁয়া চিমেন কৈবর্ত, আরবিসি এবং লখিমপুরীয়া এলাকার মানুষের জীবনে হুমকি হয়ে দাঁড়িয়েছে।

জানাগেছে দশ বছর আগে নাহাটা নামের কোম্পানি এই হর্ট মেশিন স্থাপন করেছিল।
কিছু দিন এই মেশিন বন্ধ থাকার পর চার লেনের সড়ক নির্মাণের জন্য কেসিপিএল সড়ক নির্মাণ সংস্থা তিন মাসের জন্য ভাড়া নিয়ে ব্যবহার করছে।
কিন্তু এই মেশিনের নির্গত ধুঁয়া পার্শ্ববর্তী এলাকার মানুষে জীবনে বিপদ ডেকে আনছে। এলাকাবাসী বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো কর্ণপাত করেননি।
বরং এক শ্রেণীর দালাল প্রকৃতির লোক লেলিয়ে জনগণের উপর ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এর বিরুদ্ধে তারা জনসভা করে জেলা প্রশাসকের কাছে নালিশ জানাবেন বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা।