গণআওয়াজ প্রতিনিধি, গুমড়া : পুলিশের হাত থেকে এক অভিযুক্তকে ফিল্মি কায়দায় ছিনিয়ে নিয়ে গেলো তার সমর্থকরা। এই ঘটনায় কাছাড় জেলার কাটিগড়া আমতলা বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, সাদিরখাল আমতলা এলাকার গিয়াস উদ্দীন নামে এক ব্যক্তি তার অটোর বিক্রির বিনিময়ে কালাইন লক্ষীপুর এলাকার কাওসার আহমেদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেয়।
কিন্তু গিয়াস টাকা নিলেও কাওসারকে তার অটো দেয়নি। এনিয়ে কয়েকবার গ্রামীণ বিচার সভাও বসে।
কিন্তু গিয়াস তার অটো বা টাকা ফিরিয়ে দেয়নি কাওসারকে। শেষ পর্যন্ত কাওসার গত শনিবার কাটিগড়া থানায় গিয়াসের বিরুদ্ধে কাটিগড়া থানায় মামলা করেন।
এই মামলার সুত্র ধরে এসআই উত্তম কুমার সিংহের নেতৃত্বে পুলিশের একটি দল আমতলা বাজার থেকে গিয়াসকে আটক করে গাড়িতে তুলে।
কিন্তু সেই সময় গিয়াস উদ্দীনের সমর্থকরা এসে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
এমনকি পরিস্থিতি ভয়ংকর দেখে পুলিশ অভিযুক্তকে ছেড়ে খালি হাতেই পালিয়ে আসতে হয়েছে। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রশ্ন উঠছে একজন অভিযুক্তকে যদি দুষ্কৃতকারীরা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়, তাহলে এসব পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কি করে?
কেনই বা তাদেরকে লম্বা মাসোয়ারা দিয়ে পোষে রাখা হয়েছে?
এই ঘটনা প্রমান করেছে পুলিশের পোশাকের অপব্যবহার করা ছাড়া সাধারণ মানুষের সুরক্ষায় পুরোপুরি ব্যর্থ কাছাড় পুলিশ। এখন দেখার বিষয়, কাছাড় পুলিশের ঊর্ধ্বতন কতৃপক্ষ এসব ব্যর্থ পুলিশ কর্মকর্তা এবং অভিযুক্তকে ছিন্তাইকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়।